ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে ছয় বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২১ এপ্রিল) সকালে শৈলকুপা পৌরসভার হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই গ্রামের বকুল হোসেনের মেয়ে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ূবুর রহমান জানান, আজ সকালে মেয়ে জান্নাতুলকে ভাত খাওয়াচ্ছিলে মা আলেয়া বেগম। মেয়েটি ভাত খেতে না চাইলে তাকে থাপ্পড় মারে মা আলেয়া বেগম। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment